• Dhaka
  • শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ , রাত ০৯:৫৬
  • ৬ বৈশাখ, ১৪৩২
শিরোনাম:
Home / বড়লেখা

হযরত মুহাম্মদ (সা.) নবীকে কটুক্তির দায়ে বড়লেখায় এক যুবকের ৫ বছরের সশ্রম কারাদন্ড ।

Reporter : moulvibazarnews
হযরত মুহাম্মদ (সা.) নবীকে কটুক্তির দায়ে বড়লেখায় এক যুবকের ৫ বছরের সশ্রম কারাদন্ড । ই-পেপার/প্রিন্ট ভিউ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার অভিযোগ করা মামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক তরুনকে ৫ বছর মেয়াদে সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হইয়াছে। বিগত ২৯/০৯/২০২৪ইং তারিখে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মোঃ খাদেম উল কায়েস রায় দেন।দন্ডপ্রাপ্ত এই যুবকের নাম প্রত্যুশ দে। রায় ঘোষনা আসামী প্রত্যুশ দে পলাতক ছিলেন। প্রত্যুশ দে বড়লেখা পৌরসভার পাখিয়ালা গ্রামের মৃত প্রনয় কুমার দে এর পুত্র।

উক্ত রায়ের বিষয়টি এলাকায় প্রচার হইলে এলাকার তৌহিদি জনতা ক্ষুব্দ হইয়া উঠেন এবং উক্ত রায় প্রত্যাখান করেন। আসামী প্রত্যুশ দে এর ফাঁসির দাবী করে গত ০৪/১০/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাযের পর তৌহিদি জনতা মিছিল নিয়া পাখিয়ালা গ্রামের প্রত্যুশ দে এবং পার্শ্ববর্তী আরও কয়েকটি হিন্দু সংখ্যালঘু বাড়ীতে হামলা চালাইয়া লুটপাট ও ভাংচুর করিতে থাকে। একপর্যায়ে বেশ কয়েকটি বাড়ীতে অগ্নিসংযোগ করে। হামলাকারীদের ভয়ে কেউ আগুন নেভাতে আসেনি। তৌহিদি জনতা যাওয়ার সময় হুমকি দেয় যে, প্রত্যুশ দে কে যেখানে পাওয়া যাইবে সেখানেই তাহাকে পিঠাইয়া প্রাণে হত্যা করিবে। সরেজমিনে এলাকায় প্রত্যুশ দে এর পাখিয়ালা গ্রামে গিয়ে দেখা যায়।

সংখ্যালঘু মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। দেশীয় অস্ত্র সহ কিছু অপরিচিত লোক পুড়ে যাওয়া বাড়ীগুলা পাহাড়া দিচ্ছে। তাহারা পুড়ে যাওয়া বাড়ীর ছবি তুলতে বাধা দেয়। ফের এলাকায় হামলার আশংকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন আতংকিত অবস্থায় আছে। মুঠোফোনে এলাকার লোকজনদের সাথে আলাপ করার চেষ্টা করিলেও, এই বিষয়ে কেউ কিছু বলতে অসম্মতি প্রকাশ করে।

বড়লেখা ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার জনাব তোফায়েল আহমদ সবুজ জানান, কয়েকটি বাড়ীতে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলেও তৌহিদি জনতার প্রতিরোধের কারণে আগুন নেভাতে সক্ষম হই নাই। আসামীর বিজ্ঞ কৌসুলী নির্মল কান্তি দেব এর সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করিলে, তিনি জানান আসামী প্রত্যুশ দে এর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হইয়াছে। উভয় মামলাতে আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু আছে।

এই ব্যপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে, সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রত্যুশ দে কে গ্রেফতারের জন্য তাহাদের বিভিন্ন সোর্স অভিযান পরিচালনা করিয়া আসিতেছে।


সারাবাংলা

Read more