• Dhaka
  • শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ , রাত ১১:৪৮
  • ২৬ আশ্বিন, ১৪৩১
শিরোনাম:
Home / কুলাউড়া

ইসরায়েলকে ইরানের নতুন প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি

Reporter : moulvibazarnews
ইসরায়েলকে ইরানের নতুন প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি ই-পেপার/প্রিন্ট ভিউ

আন্তর্জাতিক ডেস্ক:


ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার (২৮ জুলাই) দায়িত্ব গ্রহণের একদিন পরই ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।


তিনি বলেছেন, ইহুদিবাদী দেশ ইসরায়েল যদি লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।


সোমবার (২৯ জুলাই) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে ওই হুশিয়ারি উচ্চারণ করেন ইরানের নতুন প্রেসিডেন্ট। খবর আরব নিউজের।


লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সঙ্গে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজেশকিয়ান। 


গত বছরের ৭ আগস্ট থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। 


তবে গত শনিবার (২৮ জুলাই) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ জন নিহত এবং ৪০ জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে।


ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই হামলার প্রতিশোধ নেয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে।


হিজবুল্লাহর দাবি, ইসরায়েল পরিকল্পিতভাবে আরব বংশোদ্ভূত মুসলিম শিশুদের খেলার মাঠে রকেট নিক্ষেপ করে হত্যা করেছে লেবাননে হামলার অজুহাত দাঁড় করাতে।


সোমবার ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সততা এবং আস্থা অর্জনের ভিত্তিতে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী।


ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন, তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক আরো উন্নতি ঘটাবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গেও পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন।


Source : -এমএমএস


আর্ন্তজাতিক

Read more