• Dhaka
  • শনিবার , ১২ অক্টোবর ২০২৪ , রাত ০১:১২
  • ২৬ আশ্বিন, ১৪৩১
শিরোনাম:
Home / আইন

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter : moulvibazarnews
শিবগঞ্জে জাতীয়  মৎস্য সপ্তাহ  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

 আব্দুর রহিম. শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'এই  শ্লোগানকে সামনে রেখে   বগুড়ার শিবগঞ্জে  জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

 এ উপলক্ষে বুধবার ( ৩১ জুলাই) দুপুরে ১২:টায়  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা  চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এ বি এম শাহজাহান চৌধুরী,  মহিদুল ইসলাম, মৎস্য চাষি সাইফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর। আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৬ জন মৎস্যবীজকে সন্মাননা প্রদান করা হয়।

এর আগে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  এবং বেলুন  উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পুকরে উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার  সহ অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।
 

Source : এ/ হক


বিনোদন

Read more