আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশের ন্যায় কুলাউড়ায়ও সংখ্যালঘু পরিবার এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা অব্যাহত রয়েছে।
এবার কুলাউড়া পৌর শহরের মাগুরা রাধাকৃষ্ণ মন্দির এবং হিন্দু লোকজনের উপর হামলা চালিয়েছে বলে জানা যায় বিএনপি সমর্থিত নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট সকালে আব্দুল মজিদ এবং আরাফাত হোসেইন নামে এই ২ জনের নেতৃত্বে এক দল উশৃংখল যুবক দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিশটা নিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে প্রবেশ করে মুর্তি ও প্রতিমা ভাংচুর চালায়। এসময় মন্দিরে অবস্থানরত স্থানীয় রুপক দত্ত, মিঠুন দেব ও কিফাত মিয়া নামে লোকজন তাদের বাধা দিলে তাদেরকে অস্ত্র ও লাঠিশটা দিয়ে বেদরক পিটিয়ে আহত করে। পরে মন্দিরের বিভিন্ন মুর্তি ও প্রতিমা ভাংচুর করে চলে যায় তারা। আর মূলত এ হামলার মুল নেপত্যে ছিলেন কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামের রফিকুল ইসলামের পুত্র লন্ডন প্রবাসী ছাত্রদল নেতা রবিউল ইসলাম তামিম। খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদল নেতা তামিম দেশে থাকা অবস্থায় ছাত্রদল করার সুবাদে আওয়ামীলীগ নেতা কর্মী ও ছাত্রলীগ হিন্দু নেতাদের সাথে তার দীর্ঘ বিরোধ ছিলো।
এ নিয়ে তৎকালীন সময়ে আওয়ামীলীগ নেতা কর্মীরা বিভিন্ন মামলায় জড়িয়েছিলো তামিমকে। যার কারনে তামিম আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর থেকে হিন্দুদের মন্দির ও আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর হামলার জন্য নানা পরিকল্পনা করে এবং বিদেশে বসে সে দেশে থাকা ছাত্রদল ও ছাত্র শিবিরের লোকজনের কাছে অর্থের যোগান দিয়ে এই হামলা চালায়। ৫ আগস্ট সারাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারাদেশে কিছু দুষ্কৃতিকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে এবং পূজা মন্ডপে হামলা চালায়। যার অংশ হিসেবে কুলাউড়ায়ও ছাত্রদল নেতা তামিমের কাছ থেকে অর্থের যোগান পেয়ে ছাত্রদল নামধারী কিছু দুস্কৃতিকারীরা ওইদিন শুধু রাধাকৃষ্ণ মন্দিরে নয় কুলাউড়া উপজেলার বেশ কিছু মন্দিরসহ রাষ্ট্রীয় সম্পদেও ভাংচুর হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে মাগুরা রাধাকৃষ্ণ মন্দিরে ভাংচুর ও হামলার ঘটনায় কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার দেবরায় বাদী হয়ে ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী তামিম সহ ১৩ জন আসামীর নাম উল্লেখ করে ২১ আগষ্ট কুলাউড়া থানায় একটি মামলা (নং-১২) দায়ের করেন। মামলার পর থেকে দেশে থাকা আসামীরা আত্মগোপনে চলে যায়।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আবু ছালেক ভূঁইয়া মুঠোফোনে জানান, রাধাকৃষ্ণ মন্দিরে হামলা ও স্থানীয়দের পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই হামলার নেপত্যে রয়েছে লন্ডনে অবস্থানরত ছাত্রদল নেতা তামিম। যেহেতু সে দেশে নেই তাই বাকী আসামীদের শীঘ্রই আটক করে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং উনাকেও আমরা যথাসম্ভব আইনের আওতায় আনার চেষ্টা করব