• Dhaka
  • শনিবার , ১২ অক্টোবর ২০২৪ , রাত ১২:৪৭
  • ২৬ আশ্বিন, ১৪৩১
শিরোনাম:
Home / শ্রীমঙ্গল

তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লাবুকে সংর্বধনা

Reporter : moulvibazarnews
তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লাবুকে সংর্বধনা ই-পেপার/প্রিন্ট ভিউ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শামিম তালুকদার লাবুকে সংর্বধনা দেয়া হয়েছে।  বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসা ও সংযুক্ত এতিমখানা লিল্লাহ বোর্ডিং ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি আলহাজ্ব মো. শামিম তালুকদার লাবু মাদ্রাসা এলাকায় পৌছালে মাদ্রাসার কোমলমতি শিশুরা ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।
কুসুম্বী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম তাজফুল।
এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস জাহান, রায়গঞ্জ উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান মো. জিয়াদুল ইসলাম মাইকেল, তাড়াশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জর্জিয়াস মিলন রুবেল, ইউপি চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে প্রধান অতিথি মাদ্রাসার এতিম শিশুদের সাথে দুপুরের খাবার গ্রহন করেন।


বিনোদন

Read more