বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় গান গেয়ে ও দেয়ালে প্রতিবাদী লিখনীর মধ্য দিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা ১১ টার দিকে শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে। এসময় তাদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দেখা যায়।
শিক্ষার্থীরা এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও তারা কোনো বাধা দেননি।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী নূরা জেরিন বলেন, ‘আন্দোলনে নিহত ভাই-বোনদের স্মরণে আজ আমাদের প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জড়ো হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও আমাদের উদ্দেশ্যে পরিস্কার, এই হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।’
স্কুলের বর্তমান শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘শিক্ষকরা সব সময় আমাদের বলে এসেছেন যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠো, অন্যায়ের প্রতিবাদ কর। অথচ আজ যখন আমরা শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি তখন তারা কেন ভয় পেয়ে বসে আছে। তাই আমরা আহ্বান জানায় শিক্ষকরা যেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়।’
এ বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামান বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করেছেন।’