নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী পালন প্যাকেজের নির্বাচিত সুফলভোগীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার এর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মোহাম্মদ মেহেদীর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অথিতির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
বক্তারা সুফলভোগীদের প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে প্রকল্পের লক্ষ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাজার ইউনিয়নের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, এ প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলার বরমচাল, ব্রাহ্মণবাজার, ভূকশিমইল, জয়চন্ডি, কুলাউড়া, ভাটেরা, কাদিপুর ও হাজীপুরসহ ৮ ইউনিয়নের সুফলভোগী ১১৮৪ জনকে মুরগী পালন, হাঁস পালন, ছাগল পালন, ভেড়া পালন ও ঘাস চাষের প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি আরও জানান, সুফলভোগী খামারীদের দক্ষতার উন্নয়নে পর্যায়ক্রমে ৮ ইউনিয়নের নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।
Leave a Reply