নিউজ ডেস্কঃ পাকিস্তান সামরিক বাহিনীর কড়া সমালোচনা করেছেন মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী দেশটির রাজনীতিতে নাক গলাচ্ছে। বুধবার (২ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের কিংস্টন-আপন-টেমস ক্রাউন কোর্টে এক হেট স্পিচ মামলার শুনানিতে তিনি এসব মন্তব্য করেছেন।
আলতাফ হুসেন জানান, তিনি মোহাজির ও পাকিস্তানিদের অধিকারের জন্য সংগ্রাম করছেন। একই সঙ্গে পাকিস্তানকে সামরিক সংস্থার হস্তক্ষেপ থেকে মুক্ত চান।
পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, জাতিকে দুই শতাংশ অভিজাত শ্রেণির নৃশংস শাসন থেকে মুক্ত করতে হবে।
আলতাফ হুসেন বলেন, ‘আমি ৯৮ শতাংশ দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পক্ষে। আমি তাদের জন্য লড়াই করছি। আমি তাদের অধিকারের জন্য লড়াই করছি। আমি লড়াই চালিয়ে যাবো।’
Leave a Reply