• Dhaka
  • শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ , ভোর ০৪:৫২
  • ২১ অগ্রহায়ণ, ১৪৩১
শিরোনাম:
Home / বড়লেখা

বড়লেখায় গ্রামীণ রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

Reporter : moulvibazarnews
বড়লেখায় গ্রামীণ রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

মৌলভীবাজারের বড়লেখায় গ্রামীণ রাস্তা সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয়ে (সংসদ সদস্যের নির্বাচনী খাত) অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামকান্দি গ্রামের একটি রাস্তার কাজে এমন অনিয়মের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ,  যে রাস্তায় টাকা বরাদ্দ হয়েসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে সংসদ সদস্যের নির্বাচনী খাত হতে নিজবাহাদুরপুর ইউনিয়নের জামকান্দি-নিজবাহাদুরপুর পাকা রাস্তা হতে বাবু লাল ডাক্তারের বাড়ির উত্তর পাশের মাটির রাস্তা সংস্কার কাজের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। চলতি বছরের জানুয়ারি মাসে এই রাস্তায় সংস্কার কাজ হয়েছে উল্লেখ করে স্থানীয় নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রত্যয়ন দেন। এরপর প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) টাকা উত্তোলন করেছে।


স্থানীয়রা অভিযোগ করেন, যে রাস্তার নামে টাকা বরাদ্দ হয়েছে, সেখানে কোনো কাজ হয়নি। রাস্তার কাজ বাস্তবায়নের জন্য যে প্রকল্প কমিটি দেওয়া হয়েছে তারা এই এলাকার বাসিন্দা নন। এখন বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আমরা লিখিতভাবে অভিযোগ জানাব। 

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প কমিটির এক সদস্য বলেন, ইউপি চেয়ারম্যান জামকান্দির রাস্তার একটি প্রকল্পের কমিটিতে আমাদের নাম দিয়েছেন জানিয়ে ছবি ও আইডি কার্ডের ফটোকপি নেন। এর বেশি আমরা কিছু জানি-না। তবে খবর পেয়েছি জামকান্দি গ্রামের একজনের মাধ্যমে এই রাস্তার কাজ করানো হয়েছে।

এ ব্যাপারে জানতে নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য জানা যায়নি।



সারাবাংলা

Read more