• Dhaka
  • শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ , রাত ০৩:৩৬
  • ২১ অগ্রহায়ণ, ১৪৩১
শিরোনাম:
Home / আইন

মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য , রালি ও আলোচনা

Reporter : moulvibazarnews
মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য , রালি ও আলোচনা ই-পেপার/প্রিন্ট ভিউ

মোহনপুর প্রতিনিধি
মোহনপুরে মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংগ্লন্ন মোহনপুর বাজারে প্রদক্ষিণ করে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিন-বেল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান সহ উপজেলার মৎস্যজীবিরা।
আলোচনা সভায় মৎস্য চাষের পদ্ধতি ও মাছের উপকারিতা নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্বারক ক্রেস্ট বিতরণ করা হয়। এদের মধ্যে গুণগতমানের রেণু উৎপাদনে সম্মাননা স্বারক পান সাবের আলী, গুণগতমানের পোনা উৎপাদনে সম্মাননা স্বারক পান আলমগীর হোসেন মেম্বার, গুণগতমানের কার্ভ উৎপাদনে সম্মাননা স্বারক আয়নাল উদ্দিন কে প্রদান করা হয়।


বিনোদন

Read more